আমরা নজিরবিহীন উন্নয়ন করেছি বিএনপিও তা অস্বীকার করতে পারবেনা : পরিকল্পনামন্ত্রী

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘আমরা যে নজিরবিহীন উন্নয়ন করেছি বিএনপিও তা অস্বীকার করতে পারবে না। গত কয়েক বছরে ভাটি অঞ্চলে অনেক উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতার জন্য জনগণের স্বার্থেই আবারো দরকার শেখ হাসিনার সরকার।’
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পার্বতীপুর সদরপুর কামরুপদলং গ্রামের রাস্তার ৬০ মিটার গার্ডার ব্রীজের উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এম এ মান্নান আরো বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।’

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here