আসছে পানি সঙ্কট : জাতিসঙ্ঘ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘ মঙ্গলবার বিশ্ব পানি উন্নয়ন প্রতিবেদন ২০২৩ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বিশ্বের ২৬ ভাগ মানুষ বিশুদ্ধ পানি পায় না। আর ৪৬ ভাগ মানুষ ভালো ব্যবস্থাপনার পয়ঃনিষ্কাশন সেবা থেকে বঞ্চিত।

প্রায় অর্ধশতাব্দী পর বুধবার নিউইয়র্কে জাতিসঙ্ঘের আয়োজনে বিশ্ব পানি সঙ্কট নিয়ে একটি সম্মেলন শুরু হচ্ছে। তার আগে প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসঙ্ঘ সতর্ক করে বলেছে, পানি নিয়ে আন্তর্জাতিক সঙ্কট ‘আসন্ন’।

প্রতিবেদন বলছে, গত চার দশকে প্রতিবছর বিশ্বে পানির ব্যবহার এক শতাংশ করে বেড়েছে। ২০৫০ সাল পর্যন্ত এই হার বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অঞ্চলভেদে পানি প্রাপ্যতার মধ্যে একটি বড় ব্যবধান আছে বলে প্রতিবেদনে জানানো হয়। এটি দূর করতে চায় জাতিসঙ্ঘ। এছাড়া ২০৩০ সালের মধ্যে সবার জন্য বিশুদ্ধ পানিও নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসঙ্ঘ। এসব লক্ষ্যপূরণে বছরে ৬০০ বিলিয়ন থেকে এক ট্রিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান প্রতিবেদনের প্রধান সম্পাদক রিচার্ড কনোর।

বর্তমানে বিশ্বে মোট পানি ব্যবহারের ৭০ শতাংশ কৃষিখাতে হচ্ছে। তবে শহরে জনসংখ্যা বাড়ছে বলে কৃষিজমি থেকে পানি সরবরাহ কমিয়ে শহরাঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে মধ্য আফ্রিকা, পূর্ব এশিয়া ও দক্ষিণ অ্যামেরিকার কিছু অঞ্চলে বছরের একটা সময় যে পানির অভাব দেখা দেয়, সেটা আরো বাড়বে। আর মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাহারা অঞ্চলে যে পানির সঙ্কট রয়েছে, সেটাও আরো বাড়বে বলে মনে করছে জাতিসঙ্ঘ।

সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস