বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়টি নাকচ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের একটি গণমাধ্যম এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে তা অস্বীকার করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে উত্তেজিত করতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান।
এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, পাকিস্তান ইউক্রেনে কোনো অস্ত্র সরবরাহ করছে না।
মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘পাকিস্তান থেকে ইউক্রেনে প্রতিরক্ষা সামগ্রী সরবরাহের প্রতিবেদনটি সঠিক নয়। পাকিস্তান সামরিক সঙ্ঘাতে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী এবং সেভাবেই কর্মকাণ্ড চালায়। পাকিস্তান শুধুমাত্র অন্য রাষ্ট্রগুলোতে সামরিক সরঞ্জাম সরবরাহ করে। ইউক্রেন-রাশিয়ার সঙ্ঘাতেও আমাদের অবস্থান তেমন।’
সূত্র : দ্য নিউজ
বিডিসংবাদ/এএইচএস