ইউক্রেন সঙ্কটের নেপথ্যে রয়েছে ‘অদৃশ্য হাতের কারসাজি’ : চীন

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘অদৃশ্য হাতের কারসাজিতে’ ইউক্রেনে দীর্ঘস্থায়ী সঙ্ঘাতের সৃষ্টি হয়েছে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাঙ মত প্রকাশ করেছেন।

বেইজিংয়ে দেশের বার্ষিক পার্লামেন্টারি সভার ফাঁকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অদৃশ্য হাত ইউক্রেন সঙ্কটকে সুনির্দিষ্ট ভূরাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়রে জন্য ব্যবহার করছে।’ তিনি অবশ্য ‘অদৃশ্য হাত’ সম্পর্কে সুস্পষ্টভাবে কোনো কিছু বলেননি।

তিনি সঙ্কট নিরসনে যত দ্রুত সম্ভব সংলাপের আহ্বান জানান।
তিনি বলেন, সঙ্ঘাত, অবরোধ ও চাপে সমস্যাটির সমাধান হবে না। যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা উচিত। আর সংশ্লিষ্ট সকল পক্ষের বৈধ নিরাপত্তা উদ্বেগের সমাধানও প্রয়োজন।

রাশিয়ার সাথে চীনের উষ্ণতর সম্পর্কের প্রেক্ষাপটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানালেন।

কিন জোর দিয়ে বলেন যে ইউক্রেন সঙ্ঘাতে বেইজিং কোনো পক্ষের কাছেই অস্ত্র দেবে না। রাশিয়াকে মারণাস্ত্র পাঠালে চীনকে কঠোর ‘পরিণাম’ ভোগ করতে হবে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হুঁশিয়ারি উচ্চারণের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে চীন কোনো পক্ষ নয়। ফলে কোনো পক্ষের কাছেই অস্ত্র পাঠাচ্ছে না।

তিনি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে বলেন যে দুই দেশের উচিত হবে সঠিক পথ অবলম্বন করা।

তিনি বলেন, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের মূল কথা হলো স্ব-শাসিত তাই্ওয়ান দ্বীপ। তিনি বলেন, এতটি মূল ইস্যু।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here