ইলন মাস্কের বায়োপিক বানাবে ড্যারেন অ্যারোনোফস্কি

ইলন মাস্কের বায়োপিক বানাবে ড্যারেন অ্যারোনোফস্কি

আহমেদ তেপান্তর


বিতর্কিত টেক টাইকুন ইলন মাস্কের বায়োপিক নির্মাণে গুণী পরিচালক ড্যারেন অ্যারোনোফস্কি নিজেকে প্রস্তুত করছেন। এ২৪ স্টুডিও পুরো প্রকল্পটি বাস্তবায়ন করবে। খবর ডেইলি সুবাহ ও টেলিগ্রাফ।


জানা গেছে, ওয়াল্টার আইজ্যাকসনের অনুমোদিত জীবনীর উপর ভিত্তি করে তৈরি করা হবে সিনেমাটি। আইজ্যাকসনের বইয়ের অধিকারের জন্য চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক বিডিং যুদ্ধে এ ২৪ বিজয়ী হয়।


নির্মাতা অ্যারোনোফস্কি মনস্তাত্ত্বিক সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত। গত বছরে মনস্তাত্মিকের সঙ্গে পরাবাস্তব উপাদানের মিশেলে অ্যারোনোফস্কি নির্মিত ‘দ্য হোয়েল’ অস্কারে প্রতিযোগিতা করে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘রিকুয়েম ফর এ ড্রিম’ (২০০০), ‘ব্ল্যাক সোয়ান’ (২০১০) এবং ‘মাদার’ (২০১৭)।
ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। বায়োপিকের সংবাদে উচ্ছআস প্রকাশ করে তিনি বলেন, ‘ড্যারেন অ্যারোনোফস্কির নির্মাণে আমার আস্থা আছে। তিনি সময়ের সেরাদের একজন।’


ইলন মাস্ক ২০০২ সালে স্পেসএক্সের প্রতিষ্ঠা এবং টেসলায় প্রাথমিক বিনিয়োগের বিশ^ব্যাপী তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তিনি প্রযুক্তি এবং স্বয়ংচালিত শিল্পের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। টেসলারের সাবেক চেয়ারপারসন ও সিইও মাস্ক ২০১৮ সালে বিতর্কের মুখোমুখি হয়ে পদত্যাগে বাধ্য হন। অতি সম্প্রতি মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার ক্রয় করে সংবাদের শিরোনাম হন। তার মালিকানাধীন টুইটার ব্যবস্থাপনা পরিবর্তন করতে চাইলে বিতর্ক সৃষ্টি করেছে।

এরমধ্যে ব্যাপক সংখ্যক কর্মী ছাঁটাই, ব্যবহারকারীদের চার্জ ব্যবস্থাপনা উল্লেখযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here