Home খেলাধূলা এই বছরই অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে বাংলাদেশ, তবে…

এই বছরই অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে বাংলাদেশ, তবে…

0
এই বছরই অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে বাংলাদেশ, তবে…

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া যেন বাংলাদেশী ক্রিকেটারদের জন্য সোনার হরিণ সমতুল্য। কোনো টুর্নামেন্ট হলে ভিন্ন কথা তবে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ স্বপ্নই বটে! আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় যুগ পার করে দেয়া সাকিব-তামিমরা সেই দেশে সিরিজ খেলেছে মোটে একবার করে। তবুও সেই সাদা কালো যুগে।

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ বার বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০০৮ সালে আর টেস্ট খেলেছিল ২০০৩ সালে। বাংলাদেশ দ্বিতীয়বার টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ২০২৭ সালে, ২৪ বছর পরে। হয়তবা সাকিব তামিমরা থাকবেন না আর সেই বহরে।

তামিম-সাকিবরা না পেলেও কপাল খুলতে যাচ্ছে এ দলের। চলতি বছরই অস্ট্রেলিয়া সফরে যাবার কথা রয়েছে তাদের। ক্রিকেট বোর্ডের দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে চার দিন ও এক দিনের ক্রিকেট সিরিজ খেলতে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যাবেন জাকির হাসানরা।

তবে বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এ দলের নয়। টাইগাররা খেলবে দেশটির প্রাদেশিক দলগুলোর সাথে। ভিক্টোরিয়া (মেলবোর্ন), সাউথ অস্ট্রেলিয়া (অ্যাডিলেড), ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (পার্থ) সাথে আলাদা আলাদা সিরিজ খেলার পরিকল্পনা করা হয়েছে।

মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা মাথায় রেখে টেস্ট ক্রিকেটারদের সুযোগ করে দিতেই এই সফর যা বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংয়ের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ।

এই প্রসঙ্গে বুধবার (১৯ জুলাই) এক গণমাধ্যের সাথে আলাপকালে ডেভিড মুর জানান, ‘বাংলাদেশ নিউজিল্যান্ডে নিয়মিত খেলার সুযোগ পেলেও অস্ট্রেলিয়ায় খেলে না। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ আর গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। আইসিসির টুর্নামেন্টে কন্ডিশন সর্বজনীন থাকে। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে হোম বোর্ড নিজেদের মতো করে কন্ডিশন বানাবে। ওখানে আগে থেকে খেলার অভিজ্ঞতা না থাকলে ভালো করা কঠিন।’

মুর আরো বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশকে বড় দল হতে হলে সব ধরনের কন্ডিশনে খেলতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় এ দল পাঠানোর চেষ্টা চলছে। অস্ট্রেলিয়ার প্রাদেশিক দলগুলো খুবই ভালো। কোয়ালিটি ক্রিকেট খেলা হবে।’

বিডিসংবাদ/এএইচএস