বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
শুক্রবার দেশের ১৯ সিনেমা হলে মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘বিউটি সার্কাস’। ছবি মুক্তির প্রথম শোতেই রাজধানীর সিনেপ্লেক্সে ছবিটি দেখতে হাজির হন তিনি। নিজের ঝুঁকিপূর্ণ অভিনয় দেখে রীতিমতো অবাক হয়েছেন এই অভিনেত্রী।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ছবিটি দেখার পর জয়া আহসান বলেন, ছবিটি দেখার পর প্রশ্ন জেগেছে এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যে আমি শুটিং করেছিলাম? তবে ছবিটি দেখার পর আমার কষ্ট স্বার্থক হয়েছে।
ছয় বছর আগে ছবিটর শুটিং শুরু করেছিলেন জয়া। নানা প্রতিকূলতা ও অর্থ সঙ্কটরে কারণে ছবিটির শেষ করতে দেরি হয় নির্মাতা মাহমুদ দিদারের। অবশেষে আজ মুক্তি পেয়েছে ছবিটি।
‘এখনও মনের মতো চরিত্র পাইনি’‘এখনও মনের মতো চরিত্র পাইনি’
সরকারি অনুদানে নির্মিত ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন জয়া। এই ছবির মধ্য দিয়ে দেড় বছর পর দেশের পর্দায় ফিরছেন জয়া আহসান।
জয়া ছাড়াও এতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু প্রমুখ।
বিডিসংবাদ/এএইচএস