করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৪৩ লাখ ছাড়িয়েছে

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৪৩ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ লাখ ২৩ হাজারে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার ১৩৪ জন। মৃতের সংখ্যা ৬৪ লাখ ২৩ হাজার ৯৩৪ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৫২১ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৩৩ লাখ ১৯ হাজার ৭০২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫৫ হাজার ৯৭৫ জন।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪০ লাখ ৬৭ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৪৭৭ জনের।

বিডিসংবাদ/এএইচএস