Home লাইফস্টাইল কাজে মন বসানোর সেরা উপায়

কাজে মন বসানোর সেরা উপায়

0
কাজে মন বসানোর সেরা উপায়

কাজে একঘেয়েমি দূর হবে যখন আগে থেকেই পরিকল্পনা থাকবে। একদিন আগে যদি পরিকল্পনা নেয়া থাকে তাহলে একঘেয়েমি লাগবে না।

সোশ্যাল মিডিয়ার ভূত
অনেক সময় কাজে অনীহা লাগার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূতও দায়ী থাকে। সোশ্যাল মিডিয়ায় আসক্তরা কাজের সময়েও সেখানে ঢু মারার কথা ভাবেন। ফলে কাজের সময়েও মনোযোগ দিতে পারেন না। এই আসক্তি মানসিক। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারে সংযত হোন।

বিশ্রামের অভাব ও ঘুম না হওয়া
কাজের চাপে অনেকেই বিশ্রাম নেন কম ও ঘুমান কম। এই কম ঘুম ও বিশ্রাম কম নেওয়ার ফলে অবসাদ কাজ করে। অবসাদ আপনাকে যেকোনো কিছুতে মনোযোগ দেওয়ার আগ্রহ ব্যাহত করে।

সেলফ মেডিকেশন
ঠান্ডা বা সর্দির ক্ষেত্রে সেলফ মেডিকেশন থেকে হিস্টামিন জাতীয় ওষুধ খান। এই ওষুধ নার্ভের স্বাভাবিক কার্যপ্রক্রিয়া ব্যাহত করে। ফলে ঘুম আসে আর ঘুম ভাঙার পরও মনোযোগ দিতে অসুবিধা হয়। তাই সেলফ মেডিকেশন থেকে ওষুধ না খাওয়াই ভালো।

ধ্যান
মানসিক শান্তির ক্ষেত্রে ধ্যান করা অনেক ভালো। যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে সহায়তা দেবে।