কালজয়ী নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের আজ জন্মদিন

হাসিনা মরিয়ম

গাজী মাজহারুল আনোয়ার একটি স্বপ্নের নাম, একটি নক্ষত্রের নাম, দেশকে যে এনে দিয়েছে সারা বিশ্ব জুড়ে সন্মান ,সাংস্কৃতিক অঙ্গন যে অলংকৃত করেছে তার সৃষ্টি দিয়ে, তিনি একাধারে ছিলেন চলচিত্র পরিচালক, প্রযোজক,রচয়িতা,গীতিকার ও সুরকার,স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন,এই দেশের মানুষ তাকে অকুন্ঠ ভালবাসা দিয়ে যাবে যতোদিন মানুষ বাংলা গান ভালবাসবে।

এই ক্ষনজন্মা মানুষটির আজ ২২শে ফেব্রুয়ারি জন্মদিন, এদেশের সাংস্কৃতিক মনের মানুষেরা বিনম্র শ্রদ্ধার সাথে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে।

আমাদের দুর্ভাগ্য কিছুদিন আগে আমরা এই মানুষটিকে হারিয়েছি(৪ সেপ্টেম্বর ২০২২),আমরা তাকে আর কখনও আমাদের মাঝে ফিরে পাবো না তবে উনি বেঁচে থাকবেন বাংলা ভাষা ভাষীদের হৃদয়ে তার কালজয়ী সৃষ্টির মধ্য দিয়ে।

আমরা উনাকে আজকের এইদিনে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আর মহান আল্লাহর দরবারে উনার জন্য পার্থনা করছি আল্লাহ উনার আত্মাকে জান্নাতের উচ্চ আসন গান করুন,ভাল থাকুন ওপারে প্রিয় মানুষ..।।