বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টা ০১ মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই আসামির নাম মো: আমিনুল ইসলাম (৪২)। তিনি নওগাঁর পত্নীতলা থানার আকবরপুর গ্রামের চাঁন মোহাম্মদ মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে চিকিৎসক ও গৃহপরিচারিকা হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান, জেলা এডিএম হুমায়ুন কবির, এসিসি রেজুয়ান আহম্মেদ, সদর জোনের এসি ফাহিম আহমেদ।
তিনি আরো জানান, ২০০৫ সালে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক ও ল্যাব এইডের মালিকের মেয়ে ডা: নাজনীন আক্তার (মামী) ও গৃহপরিচারিকা হত্যা মামলায় আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় ডাবল মার্ডার মামলা ছিল।
বিডিসংবাদ/এএইচএস