কুমিল্লার লালমাইয়ের বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। এদিকে বৃহস্পতিবার লালমাই উপজেলাধীন হাজীপুর আলোকিদিয়া শাক্যমুণি প্যাগোডায় দানোত্মম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে- চীবর বুনন, মঙ্গলসূত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পুজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পিন্ডদান, চীবর উৎসর্গ, ধর্মীয় আলোচনা ও সমবেত প্রার্থনা এবং ফানুস উত্তোলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলীশ্বর শান্তি নিকেতন বিহারের প্রধান উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাথের।
অনুষ্ঠানে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন স্থান থেকে আগত ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকাবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার লালমাই উপজেলাধীন হাজীপুর আলোকিদিয়া শাক্যমুণি প্যাগোডায় দানোত্মম কঠিন চীবর দাসাৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে প্যাগোডার উপাসক উপাসিকাদের আয়োজনে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্যে ছিল বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পিন্ডদান, ধর্মীয় আলোচনা, চীবর উৎসর্গ, প্রদীপ পূজা, সমবেত প্রার্থনা এবং আকাশ প্রদীপ উত্তোলন।
পূণ্যময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-নবশালবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীলভদ্র মহাথের। প্রধান অতিথি ছিলেন আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের প্রধান উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাথের। প্রধান আশীর্বাদক ছিলেন- বরইগাঁও সংঘরাজ জ্যোতিপাল মহাথের কনক চৈত্য বৌদ্ধ মহাবিহার শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের। আলোচক ছিলেন শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের, শ্রীমৎ শুদ্ধানন্দ মতাথের, ড. প্রিয়দর্শী মহাথের, শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের, শ্রীমৎ আশিন জিনানন্দ থের, ট্রাস্টি জ্যোতিষ সিংহ, বৌদ্ধ সমিতির সভাপতি এসকে সিংহা, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here