ফয়সাল মোহাম্মদ
তুমি ভেবে বসে আছ মুখ করে ম্লান
তোমার ভালবাসা হারিয়ে গিয়েছে
পায়নি কোথাও স্থান।
মনে স্থিতি আন, চোখ মেলে দেখ
অগোচরে কে তোমাকেই চায়
তোমা তরে অপেক্ষমাণ।
জীবন যে বহমান
চল, হও আগুয়ান
সমুখে প্রথিবী করিছে আহবান
দুহাত বাড়ায়ে জীবনের স্বাদ,
যত সুঘ্রাণ, প্রান ভরে
প্রতি মুহুর্তে কর আস্বাদন।
ভ্রমর যেমন গুনগুনিয়ে
ফুলে ফুলে যায় উড়ে উড়ে।
স্বপ্নপূরীর রাজপুত্র
খুঁজে দেখ বিশ্ব জুড়ে।