বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রায়খালী আরাকান সড়কে এই ঘটনা ঘটে।
আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাস ও সিএনজি অটোরিকশার দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে। অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন। পুলিশ গাড়ি দু’টি জব্দ করেছে বলে জানান তিনি।
বিডিসংবাদ/এএইচএস