বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে দল ঘোষণা করে।
বিশ্বকাপ দলে রাখা হয়েছে শান মাসুদকে। তবে এবারও উপেক্ষিত অভিজ্ঞ শোয়েব মালিক।
জায়গা হারিয়েছেন ফখর জামান। তবে তিনি স্ট্যান্ডবাই হিসেবে দলের সাথে থাকবেন।
বিশ্বকাপে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুলদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং উসমান কাদির।
স্ট্যান্ডবাই : ফখর জামান, মোহাম্মদ হারিস ও শাহনেওয়াজ ধাহানি।
একইসাথে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সাথে সাত ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।
আসন্ন ওই সিরিজের জন্যও ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।
ইংল্যান্ড সিরিজে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আমির জামিল, আবরার আহমেদ, আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুলদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহ নেওয়াজ দাহানি, শান মাসুন এবং উসমান কাদির।
বিডিসংবাদ/এএইচএস