
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
কয়েকদিন আগে ভারতীয় তরুণী অঞ্জু পাকিস্তানে গিয়ে হয়েছিলেন ফাতিমা। এবার তাকে অনুসরণ করলেন এক চীনা তরুণী। তিনি পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বিয়ে করেছেন জাভেদ নামে এক যুবককে।
শুক্রবার ভারতীয় একটি গণমাধ্যম সংবাদ প্রতিদিন বিষয়টি নিশ্চিত করেছে। পত্রিকাটি জানায়, চীনা ওই তরুণী প্রেমিক জাভেদকে বিয়ে করতে চলে এসেছেন পাক-রাজ্য খাইবার-পাখতুনখোয়ায়।
ওই তরুণীর পূর্বের নাম গাও ফেং। ২১ বছর বয়সী ফেং ৩ মাসের ভিসা নিয়ে চীন থেকে পাকিস্তান এসেছেন। তার স্বামী জাভেদের বয়স তার চেয়েও কম; মানে মাত্র ১৮।
সূত্র জানায়, আফগান সীমান্তে বাজাউর জেলার যুবক জাভেদের সাথে নওমুসলিম কিসওয়ার পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে। সেখান থেকেই তাদের পরস্পরে মন দেয়া-নেয়া। অবশেষে প্রায় ৩ বছরের সম্পর্ক সীমান্ত ভেদ করে পরিণয় পর্যন্ত গড়ালো।
জাভেদ কিসওয়ার বিয়ে হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার। তবে তারা এখনই সংসার শুরু করবেন না। কিসওয়া তিন মাস পর ফিরে যাবেন চীনে। কারণ, জাভেদ এখনো শিক্ষার্থী। বছরখানেক পরে পড়াশোনা শেষ করে জাভেদই যাবেন চীনে, কিসওয়ার কাছে এবং সেখানেই সংসার গোছাবেন এই নবদম্পতি।
বিডিসংবাদ/এএইচএস