বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রনি তালুকদারের ঝড়ো অর্ধশতকে মান সম্পন্ন সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য টপকাতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে রংপুর। রংপুরের হয়ে ইনিংসের উদ্বোধন করেন রনি তালুকদার ও নাইম শেখ। দু’জনের ওপেনিং জুটিতে ৮.৫ ওভারে আসে ৮৪ রান। যদিও এখানে একক আধিপত্য ছিল রনি তালুকদারের। মাত্র ১৯ বলে অর্ধশতক ছুঁয়ে আউট হবার আগে রনি তালুকদার করেন ৩১ বলে ৬৭ রান।
রনি তালুকদার আউট হলে ভাঙে এই জুটি। তবে নাইম শেখ মাঠে থাকলেও নিষ্প্রভ ছিলেন তিনি। বলের সাথে রানের ব্যবধান কমানোর চেষ্টা করলেও পেরে উঠেননি, তিনি আউট হন ৩৪ বলে ২৯ রান করে। তবে শোয়েব মালিকের ৩৩ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ১১ বলে ১৯ রানে ১৭৬ রানের সংগ্রহ পায় রংপুর।
মাঝে সিকান্দার রাজা ১২ ও বেনি হাওয়েল আউট হন ৮ রান করে। শেখ মেহেদী অপরাজিত ছিলেন ২ রানে। একটি করে উইকেট নিয়েছেন ফজলে হক ফারুকী, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন ও খুশদিল শাহ।
বিডিসংবাদ/এএইচএস