বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জয় দিয়েই ইমার্জিং এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ নারী দল। আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়া ইমার্জিং নারী দলকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
দারুণ ব্যাট করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মুর্শিদা খাতুন। ৪৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি।
মালয়েশিয়ার মিশন রোড গ্রাউন্ডে সোমবার টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী এ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা, একটা সময় দলীয় সংগ্রহ দাঁড়ায় ৯.৪ ওভারে ৪ উইকেটে ৫২ রান। এরপর দলের হাল ধরেন মুর্শিদা।
প্রথমে স্বর্ণা আক্তারের সাথে ৩৬ রান তুলে প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও ফের দ্রুত ২ উইকেট হারান টাইগ্রিসরা। ১৪ বলে ২০ রানে ফেরেন স্বর্ণা আর ৩ রান করে ফেরেন নাহিদা। ১৪.২ ওভারে ৬ উইকেটে আসে ৯১ রান।
পরে রাবেয়া খানের সাথে ৫৭ রানের জুটি গড়ে দলকে মধ্যমানের সংগ্রহ এনে দেন মুর্শিদা। মুর্শিদা ৪৪ বলে ৫৭ আর রাবেয়া অপরাজিত থাকেন ১৪ বলে ১৫ রানে। ২ উইকেট নেন হামিজা হাশিম।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার মেয়েরা। পুরো ২০ ওভার ব্যাট করলেও মাত্র ৫১ রানে থমকে যায় তাদের ইনিংস। ০ রানে প্রথম উইকেট হারানোর পর ২৯ রানে ৫ আর ৪৯ রানে অষ্টম উইকেটের পতন হয় মালয়েশিয়ার। সর্বোচ্চ ১৩ রান করেন হামিজাহ, যেখানে বল খরচ করেন ৩১টি!
বাংলাদেশের হয়ে সবাই দারুণ বল করেছেন, দলের ৬ বোলারের মাঝে এক স্বর্ণা ছাড়া সবাই উইকেটের দেখা পেয়েছেন। দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন মারুফা, ৪ ওভারে মোটে ৪ ইকোনমিতে ১ উইকেট শিকার করেন তিনি। রাবেয়া নেন ৭ রানে ২ উইকেট।
বিডিসংবাদ/এএইচএস