জিতলে ১৯ মাসের খড়া কাটবে পাকিস্তানের

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিজ জিততে না পারার ১৯ মাসের খড়া কাটাতে চায় পাকিস্তান। শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের হারিয়ে ৩৬৫ দিন পর বড় ফরম্যাটে জয়ের দেখা পায় পাকিস্তান।

সোমবার (২৪ জুলাই) থেকে শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে বা ড্র করে ১৯ মাস পর সিরিজ জয়ের স্বাদ নিতে চায় পাকিস্তান। আর শেষ টেস্ট জিতে ঘরের মাঠে ৩০ মাস ধরে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখতে মরিয়া শ্রীলঙ্কা।

কলম্বোতে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যকার চলতি সিরিজের শেষ টেস্ট।

গত বছরের ২০ জুলাই ৪ উইকেটে টেস্ট জয়ের পর, এ বছর ওই একই দিনে বড় ফরম্যাটে একই ব্যবধানে জয়ের দেখা পায় পাকিস্তান। এক বছর পর টেস্ট জয়ে দীর্ঘদিন জিততে না পারার খড়া কাটাতে সক্ষম হয় বাবর আজমের দল।

এবার পাকিস্তানের সামনে নতুন চ্যালেঞ্জ। ১৯ মাস ধরে টেস্ট সিরিজ জিততে না পারার খরা কাটানোর মিশন তাদের। ২০২১ সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। ২০২১ সালে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এরপর চারটি টেস্ট সিরিজ খেলে কোনোটিতেই জিততে পারেনি পাকিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আগ্রাসী ব্যাটিং করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে বেশিরভাগ সময় ওভার প্রতি ৪ দশমিক ৫ করে রান রেট অব্যাহত রাখে তারা। বাবর-ইমামদের মারমুখী ব্যাটিং চাপে রেখেছিল শ্রীলঙ্কান বোলারদের। যা অনেকটা ইংল্যান্ডের নতুন ‘বাজবল’ স্টাইলের সাথে মিলে যায়।

প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন সৌদ শাকিল। ১২৯ বলে সেঞ্চুরি করেন তিনি। ষষ্ঠ উইকেটে আঘা সালমানের সাথে ১৭৭ রানের জুটি গড়েন শাকিল। এতে প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড পায় পাকিস্তান।

ব্যাটার শান মাসুদ বলেন, ‘সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পর পাকিস্তান ম্যানেজমেন্টের দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে আমরা প্রতিপক্ষের বিপক্ষে দ্রুত বড় স্কোর করতে না পারার কারণেই ম্যাচ জিততে পারিনি।’

তিনি আরো বলেন, ‘লাহোর ও করাচিতে প্রাথমিক অনুশীলন ক্যাম্পে দলকে ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। প্রতিপক্ষকে চাপে রাখার জন্যই রান তোলার ওপর জোর দেয়া হয়েছে। এটাই আমাদের লড়াইয়ে ফিরিয়েছে।’

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের উইকেটে বাউন্স এবং সুইং থাকার কারণে একাদশে আরো একজন পেসার যুক্ত করতে চায় পাকিস্তান। কিন্তু আগের ম্যাচ জয়ের কম্বিনেশনে পরিবর্তন আনবে কি-না তা ভাবতে হবে পাকিস্তানকে। শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করতে হলে নিজেদের খেলায় আরো উন্নতি করতে হবে শ্রীলঙ্কাকে।

ধনঞ্জয়া ডি সিলভা ছাড়া শ্রীলঙ্কা কোনো ব্যাটারই প্রথম টেস্টে নিজেকে মেলে ধরতে পারেনি। বেশিরভাগ ব্যাটাররা ২০ থেকে ৩০-এর মধ্যে রান করে। ভালো শুরুর পরও নিজেদের ইনিংস বড় করতে পারেনি তারা। দুই ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠছেন একমাত্র ধনাঞ্জয়া। ১২২ ও ৮২ রানের দু’টি ইনিংস খেলেছেন তিনি।

কাসুন রাজিথার জায়গায় অসিথা ফার্নান্দোকে দলে ফিরিয়ে আনতে পারে শ্রীলঙ্কা। প্রথম ইনিংস ১৯ ওভারে ৭৭ রান দিয়ে মাত্র ১ উইকেট নেন রাজিথা। দ্বিতীয় ইনিংসের বল হাতে আর আক্রমণেই আনা হয়নি রাজিথাকে। প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হওয়া ফার্নান্দো।

গল টেস্টে শ্রীলঙ্কা দলের করুণ চিত্র ফুটে উঠেছে। ৯৩ ও ১৩৯ রানে জীবন পান অপরাজিত ২০৮ রান করা পাকিস্তানের শাকিল। একই সাথে বেশ কিছু রিভিউ নষ্টও করে লঙ্কানরা।

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারতে জানান, বোলার ও উইকেটরক্ষকের সাথে কথা বলেই ডিআরএস নেয়ার সিদ্ধান্ত হয়েছিল।

তিনি বলেন, ‘রিভিউর ভুল বিচার করা দলের জন্য ক্ষতি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার সময় এটি গুরুত্বপূর্ণ হতে পারে। রিভিউর সঠিক ব্যবহার এবং ভিন্নভাবে কী করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে।’

কলম্বোর সিংগালিজ স্পোর্টস ক্লাবের ভেন্যুতে ৪৩টি টেস্টের মধ্যে ২০টিতে জয় এবং মাত্র নয়টিতে হেরেছে শ্রীলঙ্কা। এর মধ্যে পাঁচ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওই ভেন্যুতে সর্বশেষ টেস্ট খেলেছিলো তারা।

ওই ভেন্যুতে ছয়বার খেলেছে পাকিস্তান। তার মধ্যে একটি করে জয় ও হার এবং বাকিগুলো ড্র করেছে তারা।

শ্রীলঙ্কা দল :
দিমুথ করুনারতে (অধিনায়ক), নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, প্রাভিন জয়াবিক্রমা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, বিশ্ব ফার্নান্দো ও লাকশিথা মানাসিংহে।

পাকিস্তান দল :
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম-উল হক, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, আঘা সালমান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও শান মাসুদ।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস