জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৯ জুন ঈদুল আজহা

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।

মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবারি ঈদ। ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকে।

বিডিসংবাদ/এএইচএস