টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইংলিশ পরীক্ষা দিতে মাঠে নেমে গেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখী হয়েছে টাইগাররা। যেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল খানের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশের সামনে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ।

ইংল্যান্ডের বিপক্ষে টসের মাধ্যমে ওয়ানডে দলের দায়িত্ব বুঝে পেয়েছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। গত ভারত সিরিজে চোটের কারণে দলে ছিলেন না তিনি। এদিকে আজ সম্ভাবনা থাকলেও একাদশে জায়গা হয়নি তৌহিদ হৃদয়ের, তার বদলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাকি ১০ জন আছেন প্রত্যাশিতভাবেই।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জশ বাটলার, উইল জ্যাকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রাশিদ, মার্ক উড ও জফরা আর্চার।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here