Home জাতীয় টাঙ্গাইলে আওয়ামী লীগের স্মরণসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে আওয়ামী লীগের স্মরণসভা অনুষ্ঠিত

0
টাঙ্গাইলে আওয়ামী লীগের স্মরণসভা অনুষ্ঠিত

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহিদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগ ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, ছানোয়ার হোসেন এমপি, আতাউর রহমান খান এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস