টি-২০ সিরিজের সেরা যারা

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রথমবারের মতো টি-২০ সিরিজ খেলতে নেমেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে ধবলধোলাই করেছে টাইগাররা। ৩-০ ব্যবধানে এই সিরিজ জিতে নিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।

ঐতিহাসিক এই সিরিজ জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি।

সিরিজ জুড়েই শান্ত ছিলেন দুর্দান্ত; তিন ম্যাচে এক ফিফটিসহ সর্বোচ্চ ১৪৪ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৮ ছুঁই ছুঁই, তবে চোখ কপালে তুলবে তার গড়; ১৪৪। শেষ দুই ম্যাচে শান্তকে আউট করতে না পারাতেই গড় তার এমন আকাশসম। সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় শান্ত ছাড়াও আছেন লিটন দাস, শেষ ম্যাচে ৭৩ রান করে এই তালিকায় ডুকে গেছেন তিনি। তবে বাকি তিনজনই ইংল্যান্ডের।

সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকা :
নাজমুল হোসেন শান্ত : ১৪৪ রান।
জশ বাটলার : ১১১ রান।
লিটন দাস : ৯৪ রান।
ফিলিপ সল্ট : ৬৩ রান।
ডেভিড মালান : ৬২ রান।

তবে বোলারদের সেরা পাঁচে আধিপত্য বাংলাদেশের। সেরা পাঁচ বোলারের চারজনই টাইগারদের। তবে অবাক করা বিষয় হলো- সর্বোচ্চ উইকেট শিকারী মেহেদী হাসান মিরাজ ছাড়া পরের চারজনই পেসার। যাদের মাঝে আবার তিনজনই বাংলাদেশের। বিষয়টা বাংলাদেশ ক্রিকেটের জন্যে আনন্দের।

সিরিজের সেরা পাঁচ বোলার :
মেহেদী মিরাজ : ৪ উইকেট।
তাসকিন আহমেদ : ৪ উইকেট।
জফরা আর্চার : ৪ উইকেট।
হাসান মাহমুদ : ৩ উইকেট।
মোস্তাফিজুর রহমান : ৩ উইকেট।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here