বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
অন্য ফরম্যাটগুলোতে পেসারদের নিয়ে আলোচনা করার সুযোগ থাকলেও টেস্টে তাদের নিয়ে বলার মতো তেমন কিছুই ছিল না। একাদশে পেসার যেন ছিল রাখার জন্যই রাখা! তবে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পেসাররা এখন টেস্টেও দাপট দেখাচ্ছে। একসাথে তিন পেসারের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে আসা সেই কথাই বলে।
কিছুদিন আগেও প্রতিপক্ষ দেশগুলো বাংলাদেশে আসতো স্পিন সামলানোর বিশেষ প্রস্তুতি নিয়ে, সেখানে এখন দিন বদলেছে; দেশের মাটিতেও পেসাররাই দাপট দেখাচ্ছে। যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তান সিরিজ। গতি আর সুইংয়ে আফগান ব্যাটিং লাইন আপ দুমড়ে-মুচড়ে দিয়েছেন পেসাররা। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও।
আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের সুবাদে ৩ ধাপ এগিয়ে এবাদত হোসেন উঠে এসেছেন ৬২ নম্বরে। টেস্টে এটিই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। আরেক পেসার শরিফুল ইসলাম ১২ ধাপ এগিয়ে ৭১ নম্বরে ও ৮২ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ।
এই পেসত্রয়ী সর্বশেষ আফগানদের বিপক্ষে টেস্টে দলের রেকর্ড জয়ে বড় অবদান রাখেন। ২০ উইকেটের ১৪টিই ছিল তাদের দখলে। পাঁচটি করে উইকেট নেন শরিফুল, এবাদত; চারটি তাসকিনের।
স্পিনাররা খুব ভালো না করলেও উন্নতি হয়েছে মিরাজের। ২ ধাপ এগিয়ে ২৫ নাম্বারে আছেন মেহেদী মিরাজ। তাইজুল ইসলাম ধরে রেখেছেন ২১তম অবস্থান। তবে অবনতি হয়েছে সাকিব আল হাসানের। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট না খেলায় ২ ধাপ পিছিয়ে ২৯ নাম্বারে তিনি।
বিডিসংবাদ/এএইচএস