ঠাকুরগাঁওয়ে বিজিবি’র মতবিনিময় সভা

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার হরিপুর উপজেলায় আজ সীমান্ত এলাকার জনগনের মধ্যে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ।
এ সভায় আরো বক্তব্য রাখেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ, গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, হরিপুর কাঁঠালডাঙ্গী কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম, হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা প্রমুখ।
এ সভায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদিপশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান, আন্তঃসীমান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া এবং সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, নদীতে মাছ ধরতে না যাওয়া, ঘাস কাটতে না যাওয়ার আহবান জানানো হয়।
এ মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here