ড্যাফোডিল বিদ্যালয়ের চেয়ারম্যানের সাথে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধি দলের মতবিনিময় সভা

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ন দায়িত্ব লাভ ও পদকে ভূষিত হওয়ায় বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ড. মোঃ সবুর খানকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সোসাইটির নেতৃবৃন্দ ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড.মো.সবুর খানের আমন্ত্রনে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধি দল ১৩ জুন ২০২৩ আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান জনাব মমতাজ উদ্দিন আহমেদ। সভার শুরুতে সোসাইটির পৃষ্ঠপোষক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ন দায়িত্ব ও পদকে ভূষিত হওয়ায় সোসাইটির পক্ষ থেকে ড.মো.সবুর খানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মতবিনিময় সভার প্রেক্ষাপট বর্ননা করে বক্তব্য রাখেন সোসাইটির মহাসচিব ইঞ্জিঃ মোঃ ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টামন্ডলীর সদস্য মেজর জেনারেল জীবন কানাই দাস (অবঃ), ভাইস চেয়ারম্যান ড. শরীফা বেগম, কাজী আনিসুর রহমান বুলবুল, যুগ্ম সচিব কাজী শফিকুল ইসলাম, ড. শরীফ সাকি ও হাসান আলী।

প্রায় দুই ঘন্টাব্যাপী আলোচনার পর প্রবীণদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানো এবং মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে বিশ্ববিদ্যালয় ও সোসাইটি যৌথ উদ্যোগে একটি কর্মশালা আয়োজনের প্রস্তার গৃহীত হয়। ড.মো.সবুর খানের তত্ত্বাবধানে কর্মশালা আয়োজনের জন্য মেজর জেনারেল জীবন কানাই দাসকে (অবঃ) আহ্বায়ক ও ইঞ্জিঃ মোঃ ফজলুল হককে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

প্রবীণদের কল্যাণে সোসাইটির কার্যক্রম জোড়দার করা এবং বিশেষ করে মাঠ পর্যায়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করার পক্ষে ঐক্যমত প্রকাশ করা হয়। সভায় সোসাইটির উদ্যোগ বাস্তবায়নে ডিআইইউ কর্তৃপক্ষ পাশে থাকবেন বলে আশাবাদ ও প্রতিশ্রুতি ব্যাক্ত করা হয়। মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস ঘুরে দেখা হয় এবং শিক্ষাবান্ধব ও সুন্দর পরিবেশ তৈরীর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.মো.সবুর খানকে অভিনন্দন জানানো হয়।