বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকার কাছে একটি ডাস্টবিনের ভেতর কালো স্কচ টেপে মোড়ানো দু’টি সন্দেহজনক বস্তু পাওয়া যায়। পরে সেখান থেকে এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’
উদ্ধার স্বর্ণের বারগুলো কাস্টমসের গুদামঘরে রাখা হয়েছে বলে জানান এএসপি।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস