বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
চলমান মহিমান্বিত রমজান মাস ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আজ সোমবার (১৭ এপ্রিল) জাতীয় ক্রিকেট একাডেমি মাঠ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হবে বেলা সাড়ে ১২টা থেকে। এ সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য পরিচালকরাও উপস্থিত থাকবেন।
বিডিসংবাদ/এএইচএস