দুদকের কাছে ১ মাসের সময় চাইলেন জাহাঙ্গীর

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বিষয়ে বক্তব্য জানাতে দুর্নীতি দমন ক‌মিশ‌নের (দুদক) কাছে এক মাসের সময় চেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১৮ মে) দুদকের উপ-পরিচালক মো: আলী আকবর (অনুসন্ধান ও তদন্ত) বরাবর পাঠানো চিঠিতে তিনি এ আবেদন জানান।

জাহাঙ্গীর আলমের আইনজীবী সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, গত ১৬ মে আমি আপনার সই করা একটি নোটিশ পাই। সেখানে আগামী ২১ মে সকাল ১০টায় সংশ্লিষ্ট অভিযোগ বিষয়ে বক্তব্য দেয়ার জন্য আমাকে দুদকের কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। এত সংক্ষিপ্ত সময়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে উপস্থিত হওয়াটা আমার পক্ষে প্রায় অসম্ভব। সেজন্য আমার এক মাস সময় প্রয়োজন। আশা করছি, এক মাস সময় বাড়িয়ে শুনানির জন্য পুনরায় তারিখ নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এর আগে গতকাল বুধবার চলমান দু’টি দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরকে আগামী ২১ ও ২২ মে তলব করে দুদক।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here