ধবলধোলাই এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ, চট্টগ্রামের মাটিতে সফরকারী ইংল্যান্ড দলের আতিথেয়তা দেবে তারা। শেষবার বাংলাদেশ দল যখন চট্টগ্রাম এসেছিল তখন লক্ষ্য ছিল প্রতিপক্ষকে ধবল ধোলাই করার, আর আজ যখন বাংলাদেশ দল মাঠে নামবে তখন লক্ষ্য ধবল ধোলাই থেকে বেঁচে থাকা।

হ্যাঁ, ধবলধোলাই থেকে রক্ষা পেতেই আজ বাংলাদেশ মাঠে নামবে থ্রি লায়ন্সদের বিপক্ষে। ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি, প্রথম দুই ম্যাচে টাইগারদের নাকানিচুবানি খাইয়েছে তারা। গত সাত বছরে দেশের মাটিয়ে অপরাজেয় বাংলাদেশের সিরিজ জয়রথ থামিয়ে দিয়েছে ইংলিশরা।

প্রথম ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াই শেষে বাংলাদেশের দেয়া ২১০ রানের লক্ষ্য ডেভিড মালানের শতকে পেরিয়ে যায় ইংল্যান্ড। জয় পায় ৩ উইকেটে৷ দ্বিতীয় ম্যাচে ইংলিশরা ৩২৭ রানের লক্ষ্য দিলেও, মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সুবাদে একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের। হোয়াইটওয়াশ এড়াতে পুরনো একাদশ ভেঙে দিতে যাচ্ছে টাইগাররা। এক নয়, একাধিক পরিবর্তনই দেখা যেতে পারে চট্টগ্রামে। অভিষেক হয়ে যেতে পারে তৌহিদ হৃদয়ের, হাসান মাহমুদ আর এবাদত হোসেনকেও দেখা যেতে পারে নির্বাচিত একাদশে।

তাছাড়া মিরপুরেই যখন ইংলিশরা তিন শতাধিক রান তুলে ফেলেছে, তখন চট্টগ্রামের ব্যাটিং সহায়ক মাঠ নিয়ে দুশ্চিন্তা রয়েই গেল। দেখার বিষয়, সব ছাপিয়ে হোয়াইট ওয়াশ এড়াতে পারে কিনা বাংলাদেশ দল। অন্যথায় ২০১৪ সালের পর ফের ঘরের মাঠে ধবলধোলাইয়ের তিক্তস্বাদ পাবে টাইগাররা।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here