বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, আজ সকাল ৮টার দিকে লেকে লাশ পড়ে থাকার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত কিশোরের পরিচয় এখনো জানা যায়নি।
বিডিসংবাদ/এএইচএস