বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বিপিএলে অন্য সব বিতর্কের সাথে ধারাভাষ্য নিয়েও বিতর্ক দেখা যায় প্রতি আসরে। অখ্যাত সব বিদেশী ধারাভাষ্যকারদের দেখা যায় বিপিএলে। ভুলভাল ইংলিশ, ফাঞ্চাইজির নাম বলতে না পারা, ক্রিকেটারদের নাম ভুল উচ্চারণ করাসহ নানা অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।
এদিকে এবারের আসরে চারটি ম্যাচ অনুষ্ঠিত হলেও তাতে ধারাভাষ্য করেছিলেন দেশীয় ধারাভাষ্যকাররাই। তবে এই মৌসুমে প্রথম বিদেশী ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশে পা রেখেছেন কিংবদন্তি ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস। তার মতো কিংবদন্তীকে ধারাভাষ্যে থাকা নিঃসন্দেহে বিপিএলে ভিন্ন মাত্রা যোগ করবে।
জানা গেছে, প্রথমবারের মতো ধারাভাষ্যকারের ভূমিকায় বাংলাদেশে এসেছেন অ্যামব্রোস। ক্রিকেটকে বিদায় জানানোর পর তিনি দীর্ঘদিন যাবত আছেন টেলিভিশন ধারাভাষ্যে কাজ করছেন। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচেই তার ধারাভাষ্য শুনতে পারবেন দর্শকেরা।
খেলোয়াড় হিসেবে অ্যামব্রোস ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৯৮ টেস্টে ৪০৫ উইকেট আর ১৭৬ ওয়ানডে ২২৫ ওয়ানডে উইকেট শিকার করেছেন।
বিডিসংবাদ/এএইচএস