ধীরে-সুস্থে বিশ্বকাপ দল সাজাতে চান নান্নু

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো মাস চারেক বাকি, এরই মাঝে বিশ্বকাপের দল নিয়ে সরগরম হয়ে উঠেছে ক্রিকেট পাড়া। কে থাকবে, কে থাকবে না- নানান প্রশ্নে জর্জরিত বিসিবি কর্তারা। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজ বলে দিলেন, বিশ্বকাপ দল নিয়ে কোনোরকম তাড়াহুড়ো করতে চান না তারা।

চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে রয়েছে এশিয়া কাপের মতো মেগা আসর। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে চূড়ান্ত দল নির্বাচনের চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে। তবে প্রধান নির্বাচক নান্নু স্পষ্টই বলে দিলেন, তাড়াহুরো নয়, ধীরে সুস্থেই দল নির্বাচন করা হবে।

শুক্রবার নামাজের পর নিজের বাসার সামনে প্রধান নির্বাচক সাংবাদিকদের বলেন, ‘তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য।’

অনেক সময় এক ফরম্যাটে খারাপ করলে অনেক ক্রিকেটারকেই বাদ যেতে হয় তিন ফরম্যাটের দল থেকেই। যার সর্বশেষ উদাহরণ নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে না পারায় ওয়ানডে ও টেস্ট দলের জায়গা হারান তিনি। এই নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করে নির্বাচক প্যানেলকে।

তবে আজ নান্নু জানিয়েছেন সোহান তাদের ভাবনার মধ্যেই আছেন। ২৪ জনের যে পুল আছে সেখানে রয়েছেন সোহানও। ২৪ জনের কাউকেই চোখের আড়াল করা হয়নি। এই বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরো অনেকেই আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তার কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে আছে যখন তখন চোখের আড়াল হয়নি।’

শুধু পুল নয়, জাতীয় দলের আশেপাশে থাকা বাকি ক্রিকেটারদের নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে নান্নু বলেন, ‘হাথুরুসিংহে যখন এবার কোচ হয়ে আসে, আগে যে খেলোয়াড়রা ছিল সবার খোঁজখবর নিয়েছে, কে কেমন করছে। গত তিন বছরে কী রকম পারফর্ম্যান্স করেছে। দেশে এবং দেশের বাইরে কী করেছে। এগুলোই সে জানতে চেয়েছিল। তাছাড়া আমাদেরও একটা দায়িত্ব আছে কে কিভাবে খেলছে তা পর্যবেক্ষণ করা।’

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here