ধ্বংসস্তুপ থেকে ৩ মাসের শিশুকে উদ্ধারের কথা কখনো ভুলব না : আলজেরিয়ান উদ্ধার দলের প্রধান

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের সময় বিভিন্ন দেশ থেকে উদ্ধার দল এসে কাজ করেছে। আলজেরিয়া থেকে একটি দল শুরু থেকেই দেশটিতে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তাদের প্রধান কর্নেল ফারুক আচোর। তারা আদিয়ামান থেকে কমপক্ষে ১৩ জনকে উদ্ধার করেছিলেন। এর মধ্যে ধ্বংসস্তুপ থেকে ভূমিকম্পের পরদিন তিন মাসের একটি শিশুকে উদ্ধার করেছিলেন তারা। সেই উদ্ধার অভিযানের কথা তিনি কখনো ভুলবেন না বলে জানিয়েছেন।

সোমবার আনাদোলু অ্যাজেন্সিকে কর্নেল ফারুক বলেন, ‘একটি মিনিটও নষ্ট করার সময় ছিল না আমাদের হাতে। শহরটিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।’

তিনি এতটা ভয়াবহ অবস্থা কখনো দেখেননি বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে আমরা অন্য কোনো দেশ থেকে এসেছি। মনে হয়েছে, নিজ দেশের জন্যই কাজ করছি।’

ভূমিকম্পে ইতোমধ্যে তুরস্ক ও সিরিয়ায় ৪৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস