বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে আম পাঠিয়েছেন।
মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের দেয়া তথ্যানুসারে, শেখ হাসিনা কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ও অন্য ব্যক্তিদেরও আম উপহার পাঠিয়েছেন।
এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বার্তা হিসেবে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছিলেন।
এ বছর হিমসাগর ও ল্যাংড়ার মতো জনপ্রিয় সুস্বাদু আম উপহার হিসেবে দেয়া হয়েছে। যা রাজশাহী থেকে সংগ্রহ করা হয়।
রাজশাহী অঞ্চলটি উন্নত মানের সুস্বাদু আম উৎপাদনের জন্য বিখ্যাত।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের বিশিষ্ট ব্যক্তিদের অফিসে আম পাঠিয়েছেন।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস
বিডিসংবাদ/এএইচএস