নাটোরে অংশীজনের অংশগ্রহণে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সভা

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুশাসন প্রতিষ্ঠায় জনগনের অংশগ্রহন নিশ্চিত করতে জেলায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় জেলা তথ্য অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী।
সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়ন প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে সরকার শুদ্ধাচার চর্চা, সিটিজেন চার্টার ও অভিযোগ প্রতিকার ব্যবস্থার প্রচলন এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরমধ্যে অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে জনগণ কাংখিত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পারেন। জিআরএস ব্যবস্থাকে সক্রিয় করতে পারলে এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবেন।
সকল দপ্তরের সিটিজেন চার্টারের উপস্থাপনায় জিআরএস সংক্রান্ত তথ্যাবলী গুরুত্ব সহকারে উপস্থাপনের জন্যে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সহকারী তথ্য অফিসার রুপ কুমার বর্মন, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রতœা সাহা, সাংবাদিক আখলাক হোসেন লাল প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here