নিউ ইয়র্কে শ্রমজীবীদের শ্রমিক দিবস পালিত

মঈন উদ্দিন মিয়া, নিউ ইয়র্ক প্রতিনিধিঃ

প্রতি বছরের সেপ্টেম্বর প্রথম সপ্তাহে আমেরিকায় ফেডারেল ছুটির দিন হিসেবে শ্রম দিবস পালন করা হয়। সেই দিবসকে কেন্দ্র করে নিউ ইয়র্কে শ্রমজীবী মানুষজন নানা সাজ-সজ্জায় দলবেধে প্যারেড এ অংশগ্রহন করে।

দেখা যায়, নিউ ইয়র্কে বিভিন্ন প্রান্তে মানুষজন বিশেষ করে ওয়েস্ট ইন্ডিয়ান ডে প্যারেড আয়োজন করে যা উপভোগ করে লাখ লাখ শ্রমজীবীরা।

নিউইয়র্কের ব্রুকলিন বরোতে ওয়েস্ট ইন্ডিয়ান ডে প্যারেড চলাকালীন পোশাকে পদচারণায় অংশগ্রহণকারীরা।

ইতিহাসে অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শ্রমিকদের সম্মানে সোমবারের এই ছুটির দিনটি প্রথম পালিত হয়েছিল ১৮৮২ সালে। দিনটিতে সারাদেশের শহরগুলোতে প্যারেড এবং অন্যান্য নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে এই দিবসটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে আমেরিকার কৃষ্ণাঙ্গ বা রেড ইন্ডিয়ায়নরা যাদরকে এক সময় কৃতদাস বানিয়ে জুলুম নির্যাতনের মাধ্যমে অমানবিকভাবে কাজে প্রয়োগ করা হতো, তবে কোনরুপ সুযোগ সুবিধা বা তাঁদের স্বাধীনতার কোন মূল্য ছিল না। একদিকে বর্ণ বৈষম্য অন্যদিকে অধিকার হস্তক্ষেপ  সব সমস্যার সমাধানে একজোট হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করার মাধ্যমে শ্রমিক দিবসটি প্রতিষ্ঠা পায়।

এসময়টা ভ্রমণকারীদের জন্য একটি শেষ ব্যস্ত দীর্ঘ সপ্তাহান্ত এবং অনেক শিশু তাদের বছরের প্রথম স্কুল শুরু করার প্রস্তুতি নেয়। শ্রম দিবসটিকে আমেরিকায় গ্রীষ্মকালের অনানুষ্ঠানিক সমাপ্তি হিসেবে দেখা হয়।

বিডিসংবাদ/এএইচএস