নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইংলিশরা, সেঞ্চুরির পথে জেসন রয়

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিয়ন্ত্রণ ধরে রেখেই ব্যাট করছে ইংলিশরা, উইকেট হারালেও পথ হারাচ্ছে না তারা। এক প্রান্ত আগলে রেখে শতকের পথে হাঁটছেন জেসন রয়। অধিনায়ক জশ বাটলারকে সাথে নিয়ে বড় সংগ্রহের পথেই হাঁটছেন।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানে উদ্বোধনী জুটি ভাঙলেও ডেবিড মালান ও জেসন রয়ের দ্বিতীয় উইকেট জুটিতে রানের গতি ধরে রাখে থ্রি লায়ন্সরা। তাদের ৫৫ বলে ৫৮ রানের জুটি ভাঙে দলীয় ৮৩ রানে। ১৯ বলে ১১ রান করে মিরাজের শিকারে পরিনত হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান।

তৃতীয় উইকেট ছুটিতে রানের গতি কিছুটা কমে আসে, জেসন রয় ও জেমস ভিন্স মিলে ২৮ বলে করেন মাত্র ১৩ রান। তাদের জুটি ভাঙেন তাইজুল, ১৬ বলে ৫ রান করা ভিন্সকে ফেরান তিনি। তবে এক প্রান্তে আগলে রেখে খেলতে থাকেন জেসন রয়, আগ্রাসী মেজাজেই খেলতে থাকেন এই ইংলিশ ওপেনার।

চতুর্থ উইকেট জুটিতে রয়কে সঙ্গ দেন ইংলিশ অধিনায়ক জস বাটলার, দু’জনে মিলে ইতোমধ্যেই গড়ে তুলেছেন ৪১ বলে ৩৭ রানের জুটি। ২৮ ওভার শেষে ইংলিশদের স্কোরবোর্ডে জমা হয় ৩ উইকেটে ১৪১ রান। ৯৩ বলে ৮৯ রানে রয় ও ২৫ বলে ২০ রানে অপরাজিত বাটলার।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here