বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) চতুর্মুখী প্রস্তুতি শুরু হয়েছে।
তিনি বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য যে ধরনের কাজ করতে হয়, সব শুরু হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য নির্দেশিকা তৈরি করা হচ্ছে। আগামীকাল সোমবার কমিশন সভায় এটি উঠবে।’
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রের খসড়া তালিকা করা হয়েছে। এখন ভোটকেন্দ্র ও ভোট গ্রহণ কর্মকর্তার বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, এমন কয়েক লাখ লোকবলকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে। তফসিল ঘোষণার পর ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘কমিশন এখনো আশাবাদী বিএনপি নির্বাচনে অংশ নেবে। রাজনীতির কৌশল, কে কীভাবে এগোবে, ভোটের আগের দিন পর্যন্ত বলা কঠিন। এটা তারা কীভাবে নিচ্ছেন, কী কারণে করছেন, কী চিন্তা করছেন এটা তাদের ব্যাপার। কিন্তু কমিশন আশাবাদী, কমিশন মনে করে বিএনপি নির্বাচনে আসবে।’
তিনি বলেন, এই নির্বাচন কমিশন অনেকগুলো নির্বাচন করেছেন, কোনো চাপ অনুভব করেননি। বাইরে থেকে মানুষ ধারণা করতে পারে ইসির ওপর চাপ আছে, কিন্তু ইসির মাথায় কোনো চাপ নেই। কোনো দিক থেকেই কমিশনের কেউ চাপের মধ্যে নেই।
রাশেদা সুলতানা বলেন, রাজনৈতিক অস্থিরতা নিয়ে কমিশনের করণীয় কিছু নেই। কমিশন বিশ্বাস করে এসব প্রশমিত হয়ে আসবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনের নিরন্তর চেষ্টা থাকবে।
বিডিসংবাদ/এএইচএস