নিষেধাজ্ঞা সত্ত্বেও ইইউ-জি ৭ সংস্থাগুলোর ৯০ শতাংশের বেশি রাশিয়ায় সক্রিয়!

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি সেভেন (জি ৭) সংস্থাগুলোর মাত্র আট দশমিক পাঁচ শতাংশ নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে বেরিয়ে যাওয়ার বা দেশটিতে তাদের কার্যক্রম স্থগিত করার পদক্ষেপ নিয়েছে। নতুন একটি প্রতিবেদনে এমনটাই দেখা গেছে।

সুইজারল্যান্ড ভিত্তিক সেন্ট গ্যালেন ইউনিভার্সিটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া সত্ত্বেও সংস্থাগুলো দেশটির সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক রেখেছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর অনেক সংস্থা এবং দেশ রাশিয়ার অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ ঘোষণা করেছে। কিছু সংস্থা রাশিয়ায় তাদের কার্যক্রম এবং সরবরাহ বন্ধ করে দিয়েছে। আবার কেউ বিনিয়োগ বন্ধ করেছে বা রাশিয়ায় তাদের অংশীদারিত্ব প্রত্যাহার করেছে। একই সিদ্ধান্ত বেলারুশেওর বেলাও নেয়া হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের এপ্রিল পর্যন্ত দুই হাজার ৪০৫টি সহায়ক সংস্থার মধ্যে এক হাজার ৪০৪টি ইইউ ও জি-৭ এর মালিকানাধীন ছিল। মধ্যে মাত্র নয় শতাংশেরও কম বন্ধ বা বিক্রি হয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ

বিডিসংবাদ/এএইচএস