বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৪ জুন সকাল থেকে ২৬ জুন সকাল পর্যন্ত দুই দিন সেতুর সাথে যুক্ত মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সন্ধ্যায় ডিএমপি জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপির বার্তায় আরো বলা হয়, ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান ও ট্রাকগুলো এই সময়ের মধ্যে পাটুরিয়া দৌলতদিয়া ও চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ২৫ জুন হতে যাচ্ছে পদ্মার বুকে গড়ে ওঠা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করবেন। এর পরদিন ২৬ জুন সকাল ৬টা থেকে এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হবে।
এছাড়াও ২৫ জুন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থিত তিন সেতুতে যানবাহন চলাচলের জন্য কোনো টোল আদায় করবে না কর্তৃপক্ষ। যানজট কমানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানানো হয়।
সেতু তিনটি হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (পোস্তগোলায় অবস্থিত বুড়িগঙ্গা সেতু-১), ধলেশ্বরী সেতু ও হাজি শরীয়তুল্লাহ সেতু (মাদারীপুরের আড়িয়াল খাঁ সেতু)।
বিডিসংবাদ/এএইচএস