বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
গত ১৬ আগস্ট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জরানওয়ালায় খ্রিস্টান কলোনিতে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় নিজের জীবন বাজি রেখে ‘বোন’ ডাকা এক নারী ও তার পরিবারকে বাঁচিয়েছেন মালিক খলিল ইরফান নামে স্থানীয় এক মুসলমান।
রোববার জিও নিউজ জানিয়েছে, এই ঘটনার পর খলিল ইরফান সবার প্রশংসায় ভাসছেন। অনলাইনে সক্রিয়রা বলছেন- এরকম পরিস্থিতিতে ইরফান ওই নারী ও তার পরিবারের জীবন বাঁচিয়ে মানবতার মর্যাদা রক্ষা করেছেন।
সূত্র জানায়, হামলার পরপরই মালিক খলিল ওই নারীকে ফোন দিয়ে বলেন- আপনি আপনার বাচ্চাদের নিয়ে আমার বাড়িতে চলে আসুন। এরপর খলিল ইরফান ওই নারীর বাড়ির সামনে আসেন এবং বাড়ির দরজায় জায়নামাজ ঝুলিয়ে দিয়ে সেটিকে হামলাকরীদের জ্বালাও-পোড়াও থেকে রক্ষা করেন।
এ প্রসঙ্গে জোসেফেইন বলেন, যখন আমাদের ওপর হামলা হলো, তখন আমার খ্রিস্টান ভাই-বোনদের সাথে আমার মুসলিম ভাই ও বোনেরাও আমাদের সাহায্য করেছিল।
তিনি আরো বলেন, হামলার পরপরই মালিক খলিল আমাকে ফোন দেন এবং বলেন- আপনি বাচ্চাদের নিয়ে আমার বাড়িতে চলে আসুন। পরে আমি সেটিই করি।
মালিক খলিল ইরফান বলেন, আমি তার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াই এবং জায়নামাজ উঁচিয়ে ধরি এবং সেটি দরজায় ঝুলিয়ে দেই।
জানা গেছে- ১৬ আগস্টের ঘটনার পর জরানওয়ালায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে এবং জোসেফেইনও পরিবার নিয়ে নিজের ঘরে উঠেছেন। ‘ভাই’ ডাকা ওই খলিল ইরফানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন জোসেফেইন।
বিডিসংবাদ/এএইচএস