পাকিস্তান সেনাপ্রধানের সৌদি ও আমিরাত সফর

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসেম মুনির সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে একটি সরকারি সফরের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করেছেন। গতকাল বুধবার (৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই সফর চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের (আইএসপিআর) সূত্রে জিও নিউজ উর্দু জানায়, এই সফরে সেনাপ্রধান ইসলামী ভ্রাতৃপ্রতিম দুই দেশের সিনিয়র নেতাদের সাথে সাক্ষাৎ করবেন।

সাক্ষাতে তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টতা, সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

অপরদিকে সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, এরই মধ্যে সেনাপ্রধান সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় যুবরাজ খালিদ বিন সালমান পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে আসেম মুনিরকে অভিনন্দন জানান।

দু’জনের এই সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করতে এবং ভবিষ্যতে পরস্পর সহযোগিতা অব্যাহত রাখার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

সূত্র : জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস