পাবনায় ঐতিহাসিক ৭ মার্চ ও জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় আজ ঐতিহাসিক ৭ মার্চ, ৮ মার্চ নারী দিবস এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম, বিসিক-এর জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমী, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় এসব দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here