সংবাদ শিরোনাম ::
পৌষের শীতে কুয়াশা ঢাকা চুয়াডাঙ্গা
- আপডেট সময় : ০১:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / 43
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
গত দুইদিন ধরে চুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সূর্য়ের দেখা মিলছেনা। এতে বেড়ে গেছে শীতের কুয়াশার তীব্রতায় দূরের কোন কিছু দেখা যাচ্ছে না। ঘনকুয়াশা তার সাথে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ।
এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না। তারপরও কনকনে ঠান্ডা বাতাস ও ঘনকুয়াশার মধ্যেই কর্মস্থলে ছুটছেন খেটে খাওয়া মানুষ। দুর্ঘটনা এড়াতে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঠান্ডায় দেখা দিয়েছে শীতজনিত নানান রোগ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমবে।
বিডিসংবাদ/এএইচএস