বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
অধিনায়ক জামাল ভূঁইয়া আগেই বলেছিলেন, দেখিয়ে দেয়ার লক্ষ্যেই মাঠে নামবে তার দল। কথা রাখলেন বাংলাদেশ অধিনায়ক, লক্ষ্য পূরণ হয়েছে তার।
সিশেলসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে পূর্ব আফ্রিকার দেশটিকে।
প্রায় এক বছর পর ফিফা স্বীকৃত ম্যাচ খেলতে নেমেই জয়ের স্বাদ পেল টাইগার ফুটবলাররা। বাংলাদেশ দলের একমাত্র গোলদাতা তারিক কাজী। এদিন বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে এলিটা কিংসলের। নাইজেরিয়ান এই ফুটবলার আজ বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামেন।
বিস্তারিত আসছে…
বিডিসংবাদ/এএইচএস