ফিরলেই অধিনায়কত্ব ফিরে পাবেন তামিম, তবে…

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবসর যে ভেঙেছেন সেটা স্পষ্ট, তবে কবে নাগাদ তামিম ইকবালকে দলে দেখা যাবে তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। ফলে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ওয়ানডে অধিনায়ক নিয়েও দোটানায় বিসিবি। তবে তামিম ফিরলে যে নেতৃত্ব তিনিই দেবেন, সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ রাখেননি নাজমুল হাসান পাপন।

আফগানিস্তান সিরিজ চলাকালীন হঠাৎ অবসর ঘোষণা করে বসেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ৩৬ ঘণ্টার মাঝেই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। অবসরের পরিকল্পনা দূরে ঠেলে জানান ফিরবেন ক্রিকেটে। তবে নেন দেড় মাসের ছুটি। ফেরার কথা এশিয়া কাপ দিয়ে।

তবে সেটা আদৌ সম্ভব কিনা, তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। দীর্ঘদিন যাবত পিঠের চোটে ভুগছেন তামিম। যার চিকিৎসা নিতে চলতি মাসেই যাবার কথা ইংল্যান্ডে। এরপরই জানা যাবে তামিম কবে ফিরছেন জাতীয় দলে। তবে তামিমকেই এশিয়া কাপ ও বিশ্বকাপে দলের নেতৃত্বে দেখছেন বিসিবি সভাপতি।

রোববার (২৩ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন,‘তামিমই আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন। ও না থাকায় লিটন ক্যাপ্টেন্সি করেছে। ও যদি ফেরত আসে ও করবে, না হলে অন্য কেউ করবে।’

বিশ্বকাপে তামিমকে পেতে একপায়ে দাঁড়িয়ে বোর্ড। তাকে সুস্থ করে তুলতে সব প্রকার চেষ্টা চলছে জানিয়ে পাপন বলেন, ‘দু’বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে।’

এরপর পাপন বলেন,‘এখন তামিম বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে। যে নাকি বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা একপায়ে খাঁড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।’

এ সময় বিশ্বকাপে মাশরাফি বিন মোর্ত্তজাকে মেন্টর হিসেবে দেখা যাবে কিনা, এমন প্রশ্নও রাখা হয়। এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন,‘গণভবনে যা হয়েছে ওখানেই থাকুক, বাইরে বলা ঠিক না।’

বিডিসংবাদ/এএইচএস