বরগুনায় তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ বরগুনার আমতলীতে তরুণ তরুণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা নারীপক্ষের সহযোগিতায় উন্নয়ন সংস্থা এনএসএস ও তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের উদ্যোগে বেলা ১১টায় এনএসএস ট্রেনিং সেন্টারে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেছেন এনএসএস এর নির্বাহী পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পান্না। প্রধান অতিথি ছিলেন আমতলীর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। আলোচনা করেন, এনএসএস এর পোগ্রাম ডিরেক্টর শহিদুল ইসলাম, ফাতিমা তুজ জোহরা মম. জারিফা সিকদার প্রমুখ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক তরুণ-তরুণী অংশ নেয়।

বিডিসংবাদ/এএইচএস