বাংলাদেশের লিড ৪০০ পার করলেন শান্ত-জাকির

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা টেস্টের তৃতীয় দিনে আজ শুক্রবার মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ৪০০ পেরিয়ে গেছে। ১৪৭ রানে অবিচ্ছিন্ন শান্ত-জাকিরের জুটি।

৩৭০ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল তারা। যেখানে প্রথম ইনিংসের লিড থেকে টাইগাররা পেয়েছিল ২৪৬ রান। দ্বিতীয় ইনিংসেও দারুণ খেলছে বাংলাদেশের ব্যাটাররা। নাজমুল হোসেম শান্ত ও জাকির হাসান গড়ে তুলেছেন দেড় শতাধিক রানের জুটি।

গতকালই অর্ধশতক পূরণ করেছিলেন দু’জনে। আজ ছুটছেন শতকের দিকে। যদিও বাংলাদেশ দল জয়ের মতো সংগ্রহ পেয়ে গেছে, তবুও হয়তো এই দুই ব্যাটারের শতক না হওয়া পর্যন্ত ইনিংস ঘোষণা করতে অপেক্ষা করবে।

এই মুহূর্তে ৩১ ওভার শেষে দলীয় সংগ্রহ ১ উইকেটে ১৭৮ রান। লিড মিলিয়ে যা ৪১৪। জাকির ৬৯ ও শান্ত অপরাজিত আছেন ৮১ রানে।

বিডিসংবাদ/এএইচএস