বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্র বলেছে, তারা বাংলাদেশের সাথে ‘বিস্তৃত ও গভীর’ সম্পর্ক বজায় রেখেছে এবং এ সম্পর্ককে আরো এগিয়ে নিতে চায়।
রোববার (২১ মে) বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে বিস্তৃত ও গভীর সম্পর্ক বজায় রেখেছে, যা আমরা আরো এগিয়ে নিতে চাই।’
মার্কিন দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করা হয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের দিকে, যেখানে দাবি করা হয় যে আরো মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে। এরপরই মার্কিন এই কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য পাওয়া যায়।
বিডিসংবাদ/এএইচএস